মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘উদ্যোক্তা উন্নয়ন কোর্সের’ অংশ হিসেবে একটি উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ মেলার আয়োজন করা হয়।
মেলা পরিদর্শন করে জানা যায়, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে এসে বাস্তব ব্যবসায়িক ধারণা তৈরি, পরিকল্পনা ও উপস্থাপনের অভিজ্ঞতা অর্জন করতে পারছে। সাতটি দলীয় স্টলে প্রায় ৫৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন এবং তাদের নিজ নিজ ব্যবসায়িক ধারণা উপস্থাপন ও নিজেদের পণ্য বিক্রি করেন।
পণ্যের মধ্যে ছিলো- বিভিন্ন ধরনের খাবার, জুয়েলারি, রূপচর্চার পণ্যসহ আরো অনেক কিছু। মেলায় ক্রেতা হিসেবে এসেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরাও এসে পণ্য ক্রয় করেছেন বলে দেখা যায়।
দলীয় স্টলে অংশ নেওয়া ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মংক্যএ মারমা বলেন, “আমরা প্রথমবারের মতো কুবিতে পাহাড়ি খাবার আনার চেষ্টা করেছি খুব মানসম্মত এবং সুলভ মূল্যে। আমাদের এই সেমিস্টারে উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে একটি ছোট ব্যবসা চালু করতে হচ্ছে, তার পরিপেক্ষিতে আমাদের যে ঐতিহ্য, আমাদের আদিবাসীদের যে খাবার সেগুলো আনার চেষ্টা করেছি। চিকেন স্টিক, ব্যাম্বু চিকেন, চিকেন লাকসু ইত্যাদি মেনুতে রাখার চেষ্টা করেছি। এ ধরনের খাবারের চাহিদা থাকার কারণে আমরা ক্রেতাদের থেকে ভালোই সাড়া পাচ্ছি।”
আরেক শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, “এটা আমাদের কোর্সের অংশ হলেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের পুথিগত যে বিদ্যা, সেটাকে আমরা বাস্তবে প্রয়োগ করতে পেরেছি এই প্রোগ্রামটার মাধ্যমে। কীভাবে একটি ছোট বিজনেস দাঁড় করানো যায়, ভবিষ্যতে এটা আমাদের অনেক কিছু শেখাবে। বর্তমানে চাকরির বাজার খুবই কঠিন। সেক্ষেত্রে কীভাবে ছোট একটা বিজনেস দিয়ে টিকে থাকতে পারব, সেটাও আমরা শিখছি এখান থেকে।”
উদ্যোক্তা উন্নয়ন কোর্সের শিক্ষক সহকারী অধ্যাপক তমা সাহা বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে বাস্তব জীবনের সাথে পরিচিত করানো। সেই ধারণাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি। আমি চিন্তা করেছিলাম কিভাবে কোর্সটাকে শিক্ষার্থীদের সামনে আরো প্রাণবন্তভাবে উপস্থাপন করা যায়। সেই ধারণা থেকেই আমরা এই মেলার আয়োজন করেছি। উদ্যোক্তা উন্নয়ন কোর্সের প্রধান লক্ষ্য হলো উদ্যোক্তা তৈরি করা। আর উদ্যোক্তা তৈরি করতে হলে অবশ্যই আমাদের পাবলিক প্লাটফর্মে কাজ করতে হবে। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, কিভাবে বা কতটুকু পরিমাণে মুনাফা করলে আমরা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হব না।’
মেলায় পরিদর্শনে এসে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এমদাদুল হক বলেন, “ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে যে মেলার আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি মনে করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন পণ্য উদ্ভাবন বা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার বিভিন্ন ধাপ যেমন: আইডিয়া জেনারেশন, কনসেপ্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালাইসিস ইত্যাদি প্রয়োগিকভাবে শেখার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হলে তরুণদের আংশিক বেকারত্ব কমবে।”
উল্লেখ্য, প্রতিবছর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের উদ্যোক্তা উন্নয়ন কোর্সের অংশ হিসেবে এ মেলা আয়োজন করে থাকে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩