বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বর্জ্য ব্যবস্থাপনায় জাবির শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক ৩০টি ডাস্টবিন ক্রয়

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

হলের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ও দৈনন্দিন ব্যবহৃত ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৩০টি ডাস্টবিন ক্রয় করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ কর্তৃক উক্ত ডাস্টবিনগুলো ক্রয় করা হয়।

১০ তলা বিশিষ্ট হলের প্রতিটি তলায় তিন করে থাকা প্রতিটি ব্লকে একটি করে ডাস্টবিন দেওয়া হবে বলে জানান হল সংসদের প্রতিনিধিবৃন্দ। এগুলোর মাধ্যমে হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তারা।

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের কমনরুম সেক্রেটারি মো. আরিফ হোসেন বলেন, “বিগত সময়ে হলে যে ময়লার ঝুড়িগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার উপযোগী ছিল না। ঝুড়িগুলো হালকা হওয়ায় সহজেই বিড়াল ধাক্কা দিয়ে ফেলে দিত। ছোটো বা পানীয় জাতীয় কিছু ফেললে তা গড়িয়ে পড়ে আশেপাশের পরিবেশ নষ্ট হতো। হল সংসদের দাবির প্রেক্ষিতে নতুন ৩০টি ডাস্টবিন কেনায় উক্ত সমস্যাগুলো আর থাকবে না বলে আশা করি। হলে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমাদের দৈনন্দিনের বর্জ্য নির্দিষ্ট জায়গায় রাখা ডাস্টবিনে ফেলার আহ্বান জানাচ্ছি।”

হলের সহসভাপতি (ভিপি) মোহা. সিফাতুল্লাহ বলেন, “আমাদের হলের অন্যতম সমস্যা ছিল বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটি। আগের ঝুড়িগুলো মানসম্মত ও হলের অভ্যন্তরে ব্যবহারে উপযুক্ত না হওয়ায় একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য অগ্রাধিকারের ভিত্তিতে নতুন করে ৩০টি ডাস্টবিন কেনা হয়েছে। আশা করি– আমরা সবাই ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলব এবং আমাদের হলে সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ বজায় রাখব।”

উল্লেখ্য, পূর্বে ক্রয়কৃত ত্রুটিপূর্ণ ঝুড়িগুলো অন্যত্র ব্যবহারের পরিকল্পনা করছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩