শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সাথে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার ৫ টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সাথে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে পেটে ও মাথায় আঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। (রামেক) হাসপাতালে নেয়ার পথে জিশু মারা যান। এঘটনায় বাবর আলী পালিয়ে তার বোনের বাড়তে আত্মগোপন করেছিল। পরে চারঘাট থানা পুলিশ ওই বাড়ি ঘেরাও করে বাবর আলীকে গ্রেফতার করে।
এতে এলাকাবাসী ও জিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জিশুর পরিবার সুষ্ঠু বিচারের দাবি করেন। এলাকাবাসী বলেন বাবরের যেন ফাঁসি হয় যাতে এমন ঘটনা আর কেউ না ঘটাতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। নিহত জিশু ও বাবর আলী সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আদালতে জমি নিয়ে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি বাবর আলীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩