শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা ত্রিশালে নামাজের জন্য খুলে দেয়া হলো মডেল মসজিদ দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন-শেরপুর-১ থেকে আবারও ডা. সানসিলা জেবরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতদিনব্যাপী পাপেট থিয়েটার কর্মশালা চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের সপ্তম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ কুমিল্লা-৬ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী চারঘাটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে মাহমুদুল হক রুবেলের গণসংযোগ ও লিফলেট বিতরণ রাউজানে গভীর রাতে বাহিরে হুক লাগিয়ে বসতঘরে আগুন ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নবাবগঞ্জে অনলাইন ক্যাসিনোতে আসক্তি: যুবসমাজ ধ্বংসের পথে শিবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোডাউন কুবি প্রতিবর্তনের নেতৃত্বে হৃদয় – তারিন

চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের সপ্তম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রদের কল্যাণ ও সমাজসেবায় কাজ করা সংগঠন চিলড্রেন’স হেভেন টাঙ্গাইল এর সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিশাল (সিপিএস ২১-২২) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জামিল হোসেন (রসায়ন ২১-২২)। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ ওয়ালিউল্লাহ ভূঁইয়া সিয়াম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়া সরকার, ইসরাত আরা ঈভা ও মো. হাসনাইন মাহমুদ। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন তাজনুবা আলম সাবা, এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. এস. আলম খান শ্রাবণ ও মোছা. হুমায়রা কবির। স্বেচ্ছাসেবক সমন্বয়ক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ইরিন আফরিন প্রকৃতি, শুভ্রা রাণী পাল ও মেহেদি হাসান। অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আশফাকুর রহমান, সহকারী অফিস সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শুভ।
শিক্ষা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাহের চিশতী, মো. ফাহিম ও মো. মেহেদী হাসান লিংকন। ইভেন্ট সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সৌরভ দেবনাথ, নাজিয়া ইসলাম মীম, মো. আল-ওয়ালিদ লাবিব ও মো. আহসান হাবিব রনি। প্রকল্প সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজ, এবং সহকারী প্রকল্প সমন্বয়ক মো. নাহিদুর রহমান ও সাজ্জাদুল ইসলাম সৈকত। তহবিল সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজিৎ সাহা, আবির নাফিসা নওয়ার ও মো. মাসুম মিয়া। জনসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বয়ক হয়েছেন আদিবা মোশাররাত মেঘলা, সহ-জনসংযোগ সমন্বয়ক মো. আশরাফুল আলম, এবং ইমারজেন্সি রেসপন্স সমন্বয়ক এম. এম. রাহাত আহমেদ।
সভাপতি মিশাল বলেন, “চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠন আমাদের ভালোবাসা, ঐক্য ও মানবতার এক সুন্দর পরিবার। আগের কমিটির সাফল্যের ভিত্তিতে আমরা সবাই মিলে আরও সৃজনশীল ও কার্যকর উদ্যোগ গ্রহণ করে শিশুদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবার সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”
সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন বলেন, “নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। সভাপতিসহ সবাইকে সাথে নিয়ে আমরা শিশুদের কল্যাণ ও সমাজ উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। চিলড্রেন’স হেভেনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩