শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এর ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিন সুমাইয়া ।
শুক্রবার (০৭ নভেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি উম্মে হাবিবা শান্তা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারিয়া রিমি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে ইশতিয়াক রহমান, রকিব আহমেদ ও রুমা রানী দেব, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রনি মহাজন, শ্রাবণ ভৌমিক ও জয় রয় মনোনীত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: সোহেল রানা ও উম্মে রুম্মান, কোষাধ্যক্ষ হিসেবে সুমাইয়া আক্তার মিম, দপ্তর সম্পাদক হিসেবে মনিরা আক্তার শিলা, উপ দপ্তর সম্পাদক হিসেবে অন্তর রায়, ময়ূরী ত্রিপুরা, প্রচার সম্পাদক হিসেবে ফরহাদ কাউছার ও রিপন ভৌমিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে প্রিয়ামনি দেব ও মাহমুদা মিম, প্রশিক্ষণ ও পরিবেশনা হিসেবে ইমন চক্রবর্তী ও গায়েত্রী মন্ডল, আপ্যায়ন সম্পাদক হিসেবে ইফফাত সাবরিন রিনি জান্নাতুল নাইমা দিয়া, গ্রন্থনা ও প্রকাশনা হিসেবে বিথি দাস ও নাইমা ইসলাম, নির্বাহী সদস্য হিসেবে রিফাত আলী, মাহমুদুর রহমান সিফাত, জয়ীতা বড়ুয়া,তালহা যুবায়ের, আরাফ রহমান পারভেজ, লিলয় কুমার দাস, সুজন সুত্রধর, কর্ণ চন্দ্র আচার্য্য, সায়েদ সুমন, মহসিনা আনজুম নোভা শুভ নাথ মনোনীত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উম্মে হাবিবা শান্তা, শুভ নাথ, জনি সরকার, ফারিয়া রিমি, আহেলি কানিত, অথিয়া পোদ্দার, জাহিদুল ইসলাম, সুমাইয়া আক্তার শিমু, শান্ত সরকার, জাওয়াদ উর রাকিন খান ও আমেনা ইকরা।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক তারিন সুমাইয়া বলেন, ‘প্রতিবর্তন সবসময়ই ক্যাম্পাসের সাংস্কৃতিক মনন ও চর্চাটা বজায় রাখতে কাজ করে গেছে। প্রতিবর্তন চেয়েছে সবসময় সকল ধারার সংস্কৃতি যাতে সমুন্নত ও উদ্যাপিত থাকুক; তা সে যে ধারারই হোক না কেন। আমাদের লক্ষ্য থাকবে সকল ধারা ও বৈচিত্র্যকে উদ্যাপন করার। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে শিক্ষার সাথে সংস্কৃতির মিলনে যাতে পরিমার্জিত রুচিবোধের চর্চা বজায় থাকে, প্রতিবর্তনের কালক্রমের এই প্রচেষ্টাই আমরা ধরে রাখার চেষ্টা করবো।’
সদ্য মনোনীত সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, ‘আজ সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আমাদের সংগঠন সবসময়ই গান, নাচ, আবৃত্তি ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃজনশীলতার পথে এগিয়ে নিতে কাজ করে আসছে। আমি বিশ্বাস করি, সংস্কৃতি একটি জাতির আত্মা—আর সেই আত্মাকে জাগ্রত রাখার দায়িত্ব আমাদের সবার। আগামী দিনে ‘প্রতিবর্তন’ শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও ঐতিহ্যের ধারক হয়ে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রতিটি তরুণ যেন নিজ প্রতিভাকে খুঁজে পায় ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আমি সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতিপ্রেমী মানুষদের ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। একসাথে আমরা ‘প্রতিবর্তন’ কে নতুন উচ্চতায় নিয়ে যাবো—এটাই আমাদের অঙ্গীকার।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩