শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
মো: বেলাল হোসেন, ঢাবি প্রতিনিধি:
৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “লিটল ফ্রি লাইব্রেরি” স্থাপনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় একাত্তর হল শাখার সদস্য সচিব সাকিব বিশ্বাস। শিক্ষার্থীদের পাঠাভ্যাসকে আরও জাগ্রত ও সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
সাকিব বিশ্বাস বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসুদের জন্য লিটল ফ্রি লাইব্রেরি আমার ছোট্ট প্রয়াস। শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরও সুপ্রশস্ত হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। একই সঙ্গে বিপ্লব ও সংহতি দিবসকে অর্থবহ করে তুলতেই এটি শুরু করলাম।”
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আড্ডাকেন্দ্রিক প্রধান স্থানগুলো—ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস), টিএসসি এলাকা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে—এই তিনটি জায়গায় পর্যায়ক্রমে লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করা হবে। শিক্ষার্থীরা এখান থেকে বই নিয়ে পড়তে পারবেন, আবার চাইলে নিজেরাও বই দান করে সংগ্রহ সমৃদ্ধ করতে পারবেন।
লাইব্রেরির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। সাকিব বিশ্বাস আশা প্রকাশ করেছেন, ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণে এই জ্ঞান-বিনিময়ের উদ্যোগ আরো বিস্তৃত হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩