বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পাংশায় পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য স্বামীর ওপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ। হাটহাজারীতে শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের বিনামূল্যে সেবা কার্যক্রম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চারঘাট উপজেলা ছাত্রদলের পোস্টারিং কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি ঝিনাইগাতী উপজেলায় উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা জিয়াউর রহমানের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ওমর আলীর কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান ঠাকুরগাঁওয়ে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মত অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার দাবিতে জাকসুর স্মারকলিপি চকরিয়ায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দীর্ঘদিন বন্ধ থাকা সুইমিং পুল অবশেষে সংস্কার শেষে চালু করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় অবস্থিত পুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক “সাঁতার প্রতিযোগিতার” আয়োজন করা হয়, যা ছিল পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ। শিক্ষার্থীরা এতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া, মানবিক ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস. এম. রবিউল আলম, উপপরিচালক (গবেষণা সম্প্রসারণ) প্রফেসর ড. শেখ মো. রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশীদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মো. জুলফিকার হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. মঈনুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মো. হারুন, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত ও রুমেন রায়হান, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

দীর্ঘদিন অচল থাকা এই সুইমিং পুলটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপে উদ্বোধন করা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায়, ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী অবস্থায় থাকা পুলটি পুনরায় সচল করার উদ্যোগ নেন প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক দায়িত্ব নেওয়ার পরপরই।

তিনি বলেন, “সাঁতার কাটা একটি স্বাস্থ্যসম্মত ব্যায়াম ও বিনোদনের মাধ্যম। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন অচল থাকা পুলটি সংস্কার করে শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। এখানে প্রশিক্ষকের ব্যবস্থাও রাখা হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে সাঁতার শিখতে পারে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ❝পুল ব্যবহারের জন্য নীতিমালা ও ব্যবস্থাপনা কাঠামো ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। শিগগিরই নির্দিষ্ট সময়সূচি ও নিবন্ধন প্রক্রিয়া অনুসারে শিক্ষার্থীরা পুল ব্যবহার করতে পারবেন।❞

কুয়েটের শিক্ষার্থীরা নতুন এই উদ্যোগে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মতে,
“আগে বিশ্ববিদ্যালয়ে সাঁতারের জন্য শুধুমাত্র খান জাহান আলী হল পুকুর ও আইটি পার্ক পুকুর ব্যবহৃত হলেও, সেগুলোর গভীরতা ও আয়তন বেশি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকত। নতুন সুইমিং পুলটি তাঁদের জন্য একটি নিরাপদ ও আধুনিক বিকল্প হিসেবে কাজ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা বলেন, “এটি শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও সহপাঠী মেলবন্ধনের নতুন ক্ষেত্র তৈরি করবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩