বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গাজীপুরে স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার বড়াইগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় অগ্রগতি বাউফলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কৃত নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো আড়াই শতাধিক রোগী পূবাইলে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নীলফামারীতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ধান চাষিরা কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট খলিল’-এর বিরুদ্ধে মানববন্ধন শাহজাদপুরে রাস্তায় মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ ফুলপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০ জকসুর জন্য ৫ সদস্যদের নির্বাচন কমিশন গঠন

আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় বিদেশে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, ফেলোশিপ ইত্যাদি কার্যক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) প্রতিনিধিত্ব করার জন্য প্রথমবারের মতো খোলা হয়েছে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’।

প্রাথমিকভাবে এটি পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমানকে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ এর বেশকিছু দায়িত্ব উল্লেখ করা হয়েছে। দায়িত্বগুলো হলো– দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে অ্যাকাডেমিক সম্পর্ক স্থাপন, নবায়ন ও রক্ষা করা। দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমঝোতা স্মারক প্রস্তুত, অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। বিদেশি শিক্ষার্থী এবং শিক্ষক বা গবেষকদের ভর্তি, ভিসা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়ের র‍যাংকিং উন্নয়ন, আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি করা, বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও সেমিনারে অংশগ্রহণের উদ্যোগ গ্রহণ করা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক কার্যক্রম ও বিভিন্ন গবেষণা কর্মসূচি প্রচারের ব্যবস্থা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ ও অতিথি বক্তৃতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা। আন্তর্জাতিক গবেষণা প্রকল্প, যৌথ প্রকাশনা ও গবেষণা অনুদান প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আন্তর্জাতিক সম্মেলন, সভা বা সংস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তর্জাতিক প্রশিক্ষণ, এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কলারশিপ, ইন্টার্নশিপ ও ফেলোশিপের সুযোগ সৃষ্টি ও সমন্বয় করা। এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত অন্যান্য দায়িত্বও পালন করা ইত্যাদি।

এবিষয়ে সদ্য পরিচালকের দায়িত্বপ্রাপ্ত মশিউর রহমান বলেন, এই বিভাগটি খোলা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলকের মতো। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেও না থাকাতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাকাডেমিক ক্ষেত্রে পরিচয় করানোর সুযোগ ছিল না। আমিও যদিও এটার জন্য পরিপূর্ণ উপযুক্ত নয়। তবে আমার দীর্ঘ ১১ বছরের বিদেশ জীবনে অ্যাকাডেমিক উদ্দেশ্যে বিভিন্ন দেশে পরিভ্রমণ, সেখানকার কমিউনিটির সাথে যোগাযোগের প্রেক্ষিতে আমার অর্জিত অভিজ্ঞতাগুলো এখানে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা যেন উপকৃত হতে পারে সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি অ্যারাসমাস স্ট্যাটাস নিয়ে আসা। এটা যদি নিতে পারি, তাহলে বিদেশে কেউ উচ্চ শিক্ষার্থে গেলে এটার মাধ্যমে ফান্ডিং পাবেন। আমাদের আরও একটি লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনালি বিশ্ববিদ্যালয়ের র‍যাংকিংয়ে উন্নতি করা। সর্বোপরি এই দপ্তরটির মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষক উভয়ই উপকৃত হবেন বলে প্রত্যাশা করছি।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এমন কিছু ছিল না। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক স্থাপন এবং সম্পর্ক বৃদ্ধির জন্য আপাতত উনাকে (মশিউর রহমান) দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিন্ডিকেটে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩