বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২ আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে বিএনপির দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন স্টেশন ঘিরে চবি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার গল্প কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

দুই সড়কে দের লক্ষাধিক মানুষের ভোগান্তি, ঠিকাদার উধাও

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে একই ঠিকাদার দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ না করেই লাপাত্তা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দেড় লক্ষাধিক মানুষ। শিগগির দুই সড়কের কাজ করতে সংশ্লিষ্ট দপ্তরসহ সরকারের নিকট আহবান জানিয়েছে ভুক্তভোগীরা।

জানা গেছে, গত বছর এডিবি ও জিওবি’ অর্থায়নে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ-খিরণশাল বাজার-মিতল্লা ৫.২৪১ কিলোমিটার সড়ক ১০ কোটি ৬০ লাখ ৪৯ হাজার টাকা ও কোমাল্লা-আনন্দপুর ৪.৭৪১ কিলোমিটার সড়ক ৯ কোটি ৭৯ লাখ ২৫ হাজার টাকা চুক্তিতে উন্নয়নের জন্য কাজ পায় ঢাকার মিরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ইঞ্জিনিয়ারিং-ইজি(জেভি)। চুক্তি অনুযায়ী দুটি সড়ক একই বছরের জুনের ৩০ তারিখ কাজ শুরু করে চলতি বছরের নভেম্বরের ২৯ তারিখে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত ১০ শতাংশ কাজ হয়নি। উল্টো সড়কের দুইপাশে খোড়াখুড়ি করে ভোগান্তি উচ্চ মাত্রায় নিয়ে গেছে ঠিকাদার।

ওই সড়কে চলাচলকারী স্কুল শিক্ষক চারোয়ার আলম বলেন, প্রতিদিন এসড়ক দিয়ে দুই বার আসাযাওয়া করি। সড়ক দুইটির ভোগান্তি দীর্ঘদিনের। গত এক বছর আগে সড়ক প্রশস্তকরণের জন্য দুই পাশে কিছু অংশে খোড়াখুড়ি করে কংক্রিট বিছিয়ে চলে যায় ঠিকাদার। সেই জায়গাগুলো এবারের বর্ষায় মাটি দিয়ে ভরাট হয়ে যায়।

সিএনজি চালক লাভলু ও ইউসুফ মজুমদার অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে সড়কগুলোর উন্নয়ন কাজ হয়নি। গত বছর কাজ শুরু হলে সবাই খুশি হয়েছিল। কিন্তু কাজ শুরুর কিছুদিন পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় ভোগান্তি আরও দ্বিগুন বেড়েছে। সিএনজিতে যাত্রীরা উঠতে চায় না। জরুরী রোগী নিয়ে যাতায়াত করা যায় না, গাড়ি উল্টে যায়।

পথচারী বেলাল হোসাইন বলেন, খানা খন্দে ভরা গর্তের কারণে ঠিকমত চলাচল করতে পারি না। বৃষ্টি হলে চলাচল অনুপযোগী হয়ে যায়। এ সড়কের প্রতি কর্তৃপক্ষের কখন সুদৃষ্টি পড়বে কেউ বলতে পারছে না। তবে শিগগিরই সড়ক সংস্কারের জন্য সরকারের নিকট দাবি জানাই।

মানুষের দুর্ভোগ ও অভিযোগের বিষয়ে ঠিকাদার এম এ ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধিকারী এনায়েত উল্লাহর বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে শনিবার বারবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কোমাল্লা-আনন্দপুর সড়কের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী তৌহিদ বিন আজিম বলেন, ‘নিয়মিত তাগাদা দেয়ার পরও ঠিকাদার আসছে না। সড়কের উন্নয়ন কাজ করছে না।’

এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান বলেন, ‘সড়ক দুইটির সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক খরচ না পাওয়ায় ঠিকাদার কাজ করতে পারছে না। আশা করছি-অতি শিগগিরই সড়ক দুইটির কাজ শুরু হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩