বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

খুবিতে প্রথমবারের মতো কুআ’র জব ফেয়ার শুরু

খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ’খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’র (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া চাকরি মেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

আগামী শনি ও রবিবার (৬ ও ৭ সেপ্টেম্বর) দুদিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে, আর ক্যারিয়ার সেশনগুলো হবে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য। মেলায় অংশ নেবে দেশের ৩০টি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে রয়েছে জাতিসংঘের ইউএন ভলান্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, সার্ভেয়ার ইন্টারন্যাশনাল, পপুলার ফার্মাসিউটিক্যালস, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, দোহাটেক, এসিআই, প্রাণ, ক্যারিয়ার হাব, আইডিপি, আকিজ গ্রুপ, ডিএসসিএল, প্ল্যাংকন, শিলটেক কনসালটেন্সি লিমিটেড, আকুমেন আর্কি, ওজি একাডেমি, অ্যারিজোনা হোল্ডিংস, টিলার, এসআরসিএল, রাইট সাইট এডুকেশন, গ্লোবাল কনসালটেন্সি, লেক্সিকন, উভি টেক বিডি, স্টাডি ট্র্যাক কনসালটেন্সি, ব্র্যাকনেট লিমিটেড প্রভৃতি প্রতিষ্ঠান। এছাড়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য কোম্পানিগুলোও মেলায় অংশ নেবে।

মেলায় খুবির স্নাতক শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন। আয়োজিত এ মেলায় থাকবে সাতটি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশন। এতে দেশের সুপরিচিত আলোচক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন।

শিক্ষার্থীরা বলছেন, চাকরি মেলা তাদের জন্য এক বিরল সুযোগ। তারা একদিকে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে, অন্যদিকে ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও পাবে। মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

কুআ জব ফেয়ারের সদস্য সচিব মাহামুদুল হাসান মিল্লাত বলেন, “প্রথমবারের মতো আমরা এই জব ফেয়ার আয়োজন করছি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের প্রাসঙ্গিক কোম্পানির সঙ্গে পরিচিত হতে পারবে। সিভি জমা দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সেশনে অংশ নিয়ে জব মার্কেটে প্রবেশের জন্য সুনির্দিষ্ট গাইডলাইন পাবে। ইতোমধ্যে কিছু কোম্পানি সরাসরি রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে।”

মেলা আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. আহসান হাবিব শিমুল বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সদ্য পাসকৃত শিক্ষার্থীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো “কুয়া জব ফেয়ার ২০২৫” আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানিগুলোর অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদেরকে আরো দক্ষ ভাবে উপস্থাপন করতে পারবে। পরিশেষে, এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতা করায় খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

চাকরি মেলার প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও সমকাল। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩