রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
গাজায় যুদ্ধ শেষ করার জন্য সকল পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চারজন ডেমোক্র্যাট সদস্য। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) তারা প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠায়।
এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিকস, রোজা ডেলাউরো, জিম হাইমস এবং জেমি রাসকিন ‘গভীর জরুরিতা এবং নৈতিক দায়িত্ববোধ’ নিয়ে ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে আইনপ্রণেতারা লেখেন, ‘গাজায় চলমান যুদ্ধ গভীর মানবিক সংকট, ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জড়িত সকলের জন্য বিপজ্জনক ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। আমরা আপনাকে এই সংঘাতের একটি তাৎক্ষণিক, ন্যায্য এবং টেকসই অবসান ঘটাতে মার্কিন কূটনীতির পূর্ণ শক্তি ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
এতে লেখা হয়েছে, ‘গাজায় ইসরাইলের যুদ্ধের প্রাথমিক সামরিক লক্ষ্যগুলো অনেক আগেই অর্জিত হয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়া কেবল আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং মানবিক বিপর্যয় বৃদ্ধির হুমকি নয়; বরং ইসরাইলি ও ফিলিস্তিনিদের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করবে।’
চিঠিতে আরও লেখা হয়, ‘এখন সময় এসেছে আপনার সকল প্রাসঙ্গিক পক্ষ – ইসরাইল, ফিলিস্তিনি নেতারা, আঞ্চলিক অংশীদারদের, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ দূত স্টিভ উইটকফ – কে বিলম্ব না করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার।’
আইনপ্রণেতারা ট্রাম্পকে স্থায়ী যুদ্ধবিরতিকে তার কূটনৈতিক প্রচেষ্টার ‘প্রধান লক্ষ্য’ করার আহ্বান জানিয়েছেন।
তারা আরও লেখেন, ‘হামাস ছাড়াই গাজাকে ফিলিস্তিনি বেসামরিক নিয়ন্ত্রণে ফিরিয়ে দিতে হবে এবং গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করতে হবে।’
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩