বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই হলে শিক্ষার্থীদের নানা দুর্ভোগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল গ্রেফতার আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হুইল চেয়ার উপহার চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসায় ৮০০ শিক্ষার্থীর ৪৩ জন শিক্ষক, রয়েছে শতভাগ উত্তীর্ণের কৃতিত্ব পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য

 

মিয়া মোাহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ের বিশাল পতিত জমিতে প্রথমবারের মতো তিল চাষে সাফল্য লাভ করেছেন কৃষক আলফাজ উদ্দিন মানিক। চরের ৩৫ বিঘা জমিতে তিনি বিনা তিল-২ জাতের আবাদ করেছেন। এতে প্রথমবারেই বাম্পার ফলন পেয়েছেন। খরচ মিটিয়ে কয়েকগুণ লাভের আশা করছেন এ কৃষক। তার এ সফলতা দেখে অন্য কৃষকেরাও পতিত জমিতে তিল চাষে আগ্রহ দেখাচ্ছেন।

জানা গেছে, পাকন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদেরপাড়ের লক্ষীরচরে ছয় বছরের জন্য ৩৫ বিঘা জমি ইজারা নেন ওই গ্রামেরই আলফাজ উদ্দিন মানিক। এরপর পতিত জমির আগাছা পরিস্কার করে সেখানে তিনি কৃষি বিভাগের পরামর্শে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিনাতিল-২ এর আবাদ করেন। এতে তার বিঘা প্রতি সব মিলিয়ে খরচ হয়েছে চার হাজার টাকা। যে ফলন এসেছে তাতে বিঘা প্রতি ৪-৫মণ করে ফলন পাওয়ার আশা করছেন। বর্তমান বাজারে প্রতিমণ তিল ৫২০০-৫৫০০টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে তিনি খরচ মিটিয়ে কয়েকগুণ বেশি লাভের আশা করছেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চরকাওনা লক্ষীরচরে ৩৫ বিঘা জমিতে প্রথমবারের মতো বিনা উদ্ভাবিত উন্নতজাত বিনা তিল-২ এর আবাদ করা হয়েছে। এতে প্রথমবারেই ব্যাপক ফলন এসেছে। খরচ মিটিয়ে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। তাছাড়া তিলের বাজার দরও ভালো। ওই পাঁচজনের সফলতা দেখে অন্য কৃষকেরাও তিল চাষে ঝুঁকছেন। আগামিতে এ উপজেলায় তিলের আবাদ আরো বাড়বে।

তিল চাষি আলফাজ উদ্দিন মানিক বলেন, ছয় বছরের জন্য ব্রহ্মপুত্র চরের ৩৫ বিঘা জমি ইজারা নিই। এরপর সেখানে পরপর দুইবছর আলুর চাষ করেছি। বছরে একটি ফলনই হতো। পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শে বিনার সহযোগিতায় আরো চারজনকে নিয়ে পুরো জমিতে বিনাতিল-২ এর আবাদ করি। চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতে জমিতে বীজ বপন করি। বর্তমানে প্রতিটি তিলগাছে ফলন এসেছে।আগামি এক সপ্তাহের মধ্যে কর্তন শুরু হবে।তিনি আরো জানান, তিল চাষে প্রথমবারেই এমন বাম্পার ফলনে আমরা খুবই খুশি। আশা করছি খরচ মিটিয়ে কয়েকগুণ লাভ হবে।

স্থানীয় আরেক কৃষক শহীদুল ইসলাম বলেন, চরের পতিত জমিতে তিল চাষে এমন ফলন আসে তা আগে দেখিনি। আমরাও পতিত জমিতে তিল চাষ করব বলে ঠিক করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম বলেন, আমাদের উদ্দেশ্যে হচ্ছে এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে এবং পতিত জমিগুলোকে আবাদের আওতায় নিয়ে আসা। সেজন্য বিনার সহযোগিতায় ওই এলাকায় এক সঙ্গে ৩৫ বিঘা পতিত জমিতে বিনাতিল-২ এর আবাদ করানো হয়েছে। এতে বাম্পার ফলন এসেছে। আগামিতে পাশের পতিত জমিগুলোও আবাদের আওতায় চলে আসবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩