বুধবার, ৩০ Jul ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হরিরামপুরে বন্যা পূর্বপ্রস্তুতি ও আগাম সাড়া দান মহড়া অনুষ্ঠিত উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় ইংরেজি শিখুন এখন চ্যাটজিপিটির সাহায্যে-বিনা খরচে, নির্ভরতায় এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত ৩৭ বছর পর নিকলীর হিমেল জয় করলেন ইংলিশ চ্যানেল কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠন নাসিরনগরে বাড়ি দখল করতে বাবাকে কুপিয়ে রগ কেটে হাত পা ভেঙ্গে দিলেন ছেলে কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক জাজিরায় স্বামির হাতে স্ত্রী খুনের অভিযোগ রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান

 

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক বাহাজ উদ্দিন বানুর (৩৩) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া এলাকায় জানাজায় অংশ নেন হাজারো শোকাহত মানুষ। বানুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও বিপর্যয়। অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় একটি বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার এক যাত্রী, রতনপুরের আবু বকর সিদ্দিকের অনার্স পড়ুয়া মেয়ে আনিকা (১৮)। অটোচালক বানু মিয়াসহ আহত অবস্থায় তিনজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওর পথেই প্রাণ হারান চালক বানু মিয়া।

আহতরা হলেন—আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও তাদের ছোট মেয়ে ফাতেমা (৯)। দুর্ঘটনার সময় তারা সোনাহাট স্থলবন্দর থেকে ঘুরে ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাটগামী ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটো দুমড়ে-মুচড়ে যায়।

নিহত চালক বাহাজ উদ্দিন বানু উপজেলার উমর আলীর ছেলে। তিন কন্যা সন্তানের পিতা এই চালক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান ও এলাকাবাসীরা শোক প্রকাশ করে বলেন, “বানুর পরিবার আজ অসহায়। সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো।”

এদিকে, সড়ক পরিবহন আইনের ৮৩ ধারা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার বিধান রয়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত শেষে দ্রুত নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান করা হোক।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনুদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩