বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড যথাযথ মর্যাদায় পালিত হলো ভোলাহাটে জুলাই শহিদ দিবস আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কারফিউ জারি কটিয়াদীতে জাতীয় ফল মেলার উদ্বোধন ববিতে জুলাই শহীদের স্মরনে কালোব্যাজ ধারন ও বৃক্ষরোপন কর্মসূচি পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় জুলাই শোক দিবস পালন করলো নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন প্রভাবশালী আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নাসিমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে এ সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।

বাতিল হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সহ-সভাপতি মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মোঃ জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মোঃ আবুল বাশার এবং আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।

তবে চিঠিতে সদস্যপদ বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, “গত ২২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির সভায় আপনার সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ বিষয়ে সমিতির ভর্তি বিষয়ক সম্পাদক অ্যাড. আক্কাস সিকদার বলেন, “শুধু আওয়ামীপন্থী নন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ও অনিয়মিত প্রায় ৩০ জনের সদস্যপদ বাতিলের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সাধারণ সভা ছাড়া এত বড় সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী কার্যকর করা যায় না।”

কার্যনির্বাহী সদস্য অ্যাড. আনিসুর রহমান খান বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে সভায় এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সাধারণ সভায় উপস্থাপন করার কথা ছিল।”

বাতিল হওয়া সদস্য অ্যাড. কার্তিক চন্দ্র দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সদস্যপদ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমরা শিগগিরই আইনি পদক্ষেপ নেব।”

অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি অ্যাড. মো. নাসিমুল হাসান বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, তাঁরা বিগত সরকার আমলে নানা অনিয়ম ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিল করা হয়েছে।”

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। অনেকেই মনে করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩