বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি:

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইল সদর থানা ও সংলগ্ন এলাকা।
আজ শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম কাজল দেবনাথ, তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় অজ্ঞাতনামা তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে (১০ মে) কাজল দেবনাথ টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার “কোলকাতা বিরিয়ানি” রেস্টুরেন্টে খেতে গেলে তিনজন অজ্ঞাত যুবক মোটরসাইকেলযোগে সেখানে এসে তার বাড়ি কোথায়—এমন প্রশ্ন করে। পরে কথা বলার একপর্যায়ে তারা মোটরসাইকেলের চাবি, কাচের গ্লাস এবং হাত দিয়ে কাজলকে মারধর করে। এতে তিনি রক্তাক্ত হন। হামলার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
কাজল দেবনাথ জানান, “হামলাকারীদের কাউকেই তিনি চিনতেন না এবং কেন এমন হামলার শিকার হলেন, তাও বুঝতে পারছেন না।”
ঘটনার পরপরই শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং টাঙ্গাইল সদর থানা ঘেরাও করে অবস্থান করছেন। সন্ধ্যা ৭টার দিকে থানায় অভিযোগ দায়ের করেন। রাত ৯ টায় শিক্ষার্থীরা দাবিতে বলেন, আজ রাত ১টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং ৪ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩