শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার জামালপুরে গরু চুরি করে পালানোর সময় পিকআপ আটক গারো পাহাড়ে বনহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে ঝিনাইগাতীতে উন্মুক্ত আলোচনা সভা ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ সিঙ্গিনালা ইমাম হোছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন জীবননগর কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা ত্রিশালে নামাজের জন্য খুলে দেয়া হলো মডেল মসজিদ দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন-শেরপুর-১ থেকে আবারও ডা. সানসিলা জেবরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতদিনব্যাপী পাপেট থিয়েটার কর্মশালা চিলড্রেন’স হেভেন টাঙ্গাইলের সপ্তম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ভুয়া রশিদে চাঁদাবাজি, দৈনিক লাখ টাকা আদায়ের অভিযোগ কুমিল্লা-৬ হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা গণ-ইফতার ও দোয়া তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী চারঘাটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। রোববার সকাল থেকে টঙ্গীর মিলগেট এলাকায় এই বিক্ষোভ হয়।

জানা যায়, গত মঙ্গলবার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে শ্রম আইন অনুযায়ী তাদের সকল পাওনা পরিশোধ করা হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তা এড়াতে গত বুধবার ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।

শনিবার সকালে কারখানার অন্যান্য শ্রমিকরা কাজে যোগ দেন। সেদিন চাকরিচ্যুতদের পুর্নবহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বিকেল ৫টার দিকে তারা কারখানা ছেড়ে চলে যায়।

অন্যান্য দিনের ন্যায় রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।

যমুনা অ্যাপারেলস লিমিটেডের মালিক মো. রাকিব সাজ্জাদ বলেন, ‘শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উশৃঙ্খল শ্রমিকরা কারখানা ভাঙচুর করতে পারে। এর জন্য অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসনাইল হোসেন বলেন, কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক রোববার সকালে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা কারখানার সামনে অবস্থান করছে। সেনাবাহিনী ও পুলিশদের সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩