বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা বিতর্কের রাজপথে ৩২ দল, আয়োজনে মাভাবিপ্রবি সাতকানিয়ায় অপহৃত প্রবাসী ইউনুছকে পুলিশের অভিযানে উদ্ধার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত উপদেষ্টা ফারুকী প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করছে বাংলাদেশ চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা হামাস ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে নয়জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত ৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান নগর ভবনে টানা চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পাবনা মেডিকেলের ২২ সদস্যের ছাত্রদল কমিটির ১১ জনই ছাত্রলীগ নেতা

পাবনা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ২২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, এই কমিটির ১১ জন নেতা আগেও ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

ছাত্রদল না ছাত্রলীগের পুরনো মঞ্চ?
রোববার (২৩ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু বিশ্লেষণে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভসহ মোট ১১ জন নেতাই নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন!

কে কোন পদে ছিলেন?
তথ্য বলছে, নবগঠিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ আগে ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়া—

সহ-সভাপতি রাহুল রায়: ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ: ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত: ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম: ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান: ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক তাসরীফ আলম: ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

যুগ্ম-সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাবিল, প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহও ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

নেতাদের কী বক্তব্য?

ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, “আমি কখনও ছাত্রলীগ করিনি। তবে কলেজে যারা সক্রিয় ছিল, তাদের নাম ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছিল। আমার অনুমতি না নিয়েই আমাকে ওই কমিটিতে যুক্ত করা হয়েছিল।”

নতুন কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ছাত্রদলের অভ্যন্তরীণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এই কমিটি কতদিন টিকে থাকবে, সেটাই এখন দেখার বিষয়!

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩