বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ভীড় চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কুমিল্লায় দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার।

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে সৎ দাদা বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দাদী আমেনা বেগমকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে ১৪ মার্চ উপজেলার বাতিসার দৈয়রা পূর্বপাড়া। তথ্যটি সোমবার দুুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহাম্মেদ। গ্রেফতারকৃত আমেনা অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলামের ২য় স্ত্রী।
এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে দাদা ও দাদীর বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায় , গত ১৪ মার্চ বিকালে ১১ বছরের শিশু কন্যা বাতিসা কালিকাপুর সীমান্ত ২১১০/১১ নং পিলার এলাকায় ফুটবল মাঠে খেলছিলো। এ সময় তার সৎ দাদা নজরুল ইসলাম (৪৫) কৌশলে ঐ শিশু কন্যাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধর্ষনের চেষ্টা করেন। শিশুটি কান্না করলে তার দাদী আমেনা বেগম ঘরের দরজা খুলে দেখে তার দাদা তাকে ধর্ষনের চেষ্টা করছে।

ধর্ষনের বিষয়টি কাউকে না বলার জন্য দাদী তার শিশু নাতনীকে হুমকি দমকি দেন। তারপরও বিষয়টি শিশু কন্যা তার মা এবং বাবাকে অবহিত করলে গত ১৬ মার্চ স্থানীয় ভাবে একটি শালিসী সভা বসে। সভায় ঐ শিশু কন্যাটি প্রকৃত ঘটনা প্রকাশ করলে তার দাদী তাকে মারধর করে এবং প্রাণ নাশের হুমকি দেয়। সভায় তার সৎ দাদা নজরুল ইসলাম ও শিশু কন্যাটিকে মারধরের চেষ্টা করে।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান এ ঘটনায় শিশুটির মা দাদা নজরুল ইসলাম ও দাদী আমেনা বেগমকে আসামী করে ১৬ মার্চ রাতে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে দাদী আমেনা বেগমকে গ্রেফতার করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলাম পালিয়ে যায়।

শিশুটির বাবা অটোচালক বলেন আমি সারাদিন পরিশ্রম করি। গত একদিন আমিসমাজের কাছে এই অন্যায়ের বিচার চেয়েছিলাম,তারা আমাকে আইনের পরামর্শ দিয়েছেন। আমি এই অন্যায়ের বিচার চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩