রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
নাশকতা চেষ্টার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।
আটককৃতরা হলো; পৌর সদরের চান্দিশকরা গ্রামের মৃত শামছুল হক পাটোয়ারীর ছেলে, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী (৫৩), পৌরসভার লক্ষীপুরের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৬), মুন্সীরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ইউনিয়নের পেঁচাইমুড়ী গ্রামের মৃত হলদু মিয়ার ছেলে মফিজুর রহমান (৪৫), ঘোলপাশা ইউনিয়নের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৩)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা ৫ই আগষ্টের পূর্বে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত ছিল। ৫ই আগষ্টের পরেও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ই ফেব্রæয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩