বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১ সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

রাস্তা কেটে চাষাবাদ, চলাচলে দুর্ভোগ

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মালিকানা দাবী করে রাস্তা কেটে আমন রোপন করা হয়েছে। সংকুচিত রাস্তায় শিক্ষার্থী ও সাধারণদের চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ। বন্ধ হওয়ার উপক্রম তিন চাকার যান। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শুভপুর ইউনিয়নের বাঘারপুষ্করনী মাদ্রাসায়ে দারুল উলুম ও এতিমখানা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাঘারপুষ্করনী ও সাতবাড়িয়া গ্রামের সাধারণ লোকজনের চলাচলের একমাত্র চলাচলের রাস্তা। একই গ্রামের আনু মিয়ার ছেলে বিল্লাল হোসেন রাস্তাটি তার জমির উপরে দাবী করে আংশিক কেটে ফেলেন। যার ফরে সংকুচিত হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলে ব্যাঘাত ঘটছে। যান চলাচল হয়ে পড়েছে প্রায় অসম্ভব। এ বিষয়ে ইউপি সদস্য মহিউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের স্বাক্ষরিত একটি দরখাস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া হয়।

সরজমিন বুধবার দুপুরে অভিযুক্ত বিল্লাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে তিনি উচ্চস্বরে বলতে থাকেন- ‘কারো বাপ দাদার সম্পত্তির উপরে নয়, আমার ক্রয়কৃত সম্পত্তির উপরে রাস্তা। তাই আমি ৫ ফুট জায়গা রেখে বাকিটুকু কেটে ফেলেছি। উপজেলায় অভিযোগ করে কী হবে, কেউ আমার কিছু করতে পারবেনা।’

এ বিষয়ে ভুক্তভোগী শাহিন বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা এ রাস্তা দিয়ে চলাচল করেছে। গতবছর আমাদের অর্থায়নে রাস্তাটি মেরামত করা হয়। স্থানীয় বিল্লাল হোসেন তার জায়গা দাবী করে রাস্তাটি কেটে ফেলে। এই রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে।’

ভুক্তভোগীদের মধ্যে মাহবুবুল হক বলেন, ‘ আমার বয়স ৭০ বছর, ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে চলাচল করি। এখন বিল্লাল নিজের জমির উপরে দাবী করে রাস্তা কেটেছে, গ্রামের লোকজন জিজ্ঞাসা করলে জবাবে বলে আপনাদের বাপের রাস্তা নাকি। পারলে জায়গা কিনে রাস্তা করেন। আমার জায়গার উপর দিয়ে রাস্তা দিব না। তারা(বিল্লালরা) আমাদের যানবাহন চলাচলে বাঁধা দেয়। প্রতিবাদ করলে সংঘবদ্ধভাবে মারতে আসে।’

বাঘারপুষ্করনী মাদ্রাসায়ে দারুল উলুম ও এতিমখানার শিক্ষক মাওলানা জাহিদ হোসেন বলেন, বর্ষাকালে ওই রাস্তায় হাঁটু সমান পানি থাকে, যাতে শিশু শিক্ষার্থীদের চলাচল অসম্ভব হয়ে পড়ে। বেশিরভাগ শিক্ষার্থী ওই রাস্তায় চলাচল করে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত হলে এলাকাবাসী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি মেরামত করে। মেরামত করা রাস্তাটি কেটে সংকুচিত করা হয়েছে ছাত্র-ছাত্রীদের চলাচলের ব্যাঘাত ঘটছে।

৭নং ওয়ার্ড ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, ‘অভিযুক্ত বিল্লালের নিকট মোবাইলে এ বিষয়ে জানতে চাইলে সে আমাকে উল্টো বলে কে কী করবে করুক, কেস মামলা করে কী হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘রাস্তা কাটার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যব্লস্থা নেয়া হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩