মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা ঠাকুরগাঁওয়ে প্রয়াত স্কাউটারদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান জবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল মুন্সিগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণে নারী ও শিশু অধিকার ফোরাম কৃষকের স্বার্থে ৭ দফা দাবিতে এনসিপির স্মারকলিপি প্রদান জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের বিক্ষোভ মাভাবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0” গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়

এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

আব্দুল আওয়াল (এনায়েতপুর) সিরাজগঞ্জ:

এনায়েতপুরের জালালুপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করে এর প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ করেছে। জালালপুর ইউনিয়ন এর যমুনা নদীর তীরে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেয়। যমুনা নদীর ভাঙ্গন রোধে তীর রক্ষা কাজের অংশ হিসেবে পাকুরতলা গ্রামে তীর রক্ষার কাজ চলমান রয়েছে। সরেজমিনে দেখা যায়, এই তীরের পাশেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলনকৃত বালু সরকারি প্রকল্পে ব্যবহার করা হচ্ছে।

বিক্ষোভ অংশ গ্রহণকারীগণ বলেন, তীর সংরক্ষণের কাজ চলছে। অথচ এর পাশেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভবিষ্যতে এই তীর রক্ষার কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে এলাকায় আবার ভাঙ্গনের দেখা দিতে পারে। এ সময় জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথে স্থানীয় সাধারণ জনগণও বিক্ষোভে অংশ নেয়।
এসময় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন বলেন, জমির মালিকসহ এলাকাবাসী বার বার নিষেধ করা সত্বেও এখানে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকারীরা কোনপ্রকার অনুমোদন ছাড়াই এখানে বালু উত্তোলন করছেন। এইভাবে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এর ফলে ভাঙ্গন কবলিত এলাকা ভবিষ্যতে আরো ক্ষতির মুখে পড়তে পারে।

বিক্ষোভেকারীগণ ড্রেজার পরিচালনাকারীদের সাথে কথা বলে এখানে অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে বলেন। ওই স্থানে বালু উত্তোলনের ফলে ভবিষ্যতে এই এলাকা হুমকির মুখে পড়বে বলেও বিক্ষোভকারীগণ বলেন।

তারা এমন যায়গা থেকে বালু নিয়ে আসুক, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক( কোষাধ্যক্ষ) হাজী আনোয়ার হোসেন, এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল খোন্দকার, সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সদর ইউনিয়ন এর বায়তুলমাল সম্পাদক (কোষাধ্যক্ষ) চিকিৎসক ইদ্রিস আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালপুর ইউনিয়ন সভাপতি শেখ শাহজালাল, সাবেক ইউপি সদস্য জামায়াত নেতা আজমত মুন্সি, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩