বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের ফরম বিতরণ ও প্রীতি ম্যাচ কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের শাহাদাত দিবসে আলোচনা ও দোয়া মাহফিল টঙ্গী রেল লাইনের পাশে বস্তার গোডাউনে ভয়াবহ আগুন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা উল্টে চালকসহ বহু যাত্রী গুরুতর আহত ঈদগাঁওয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম বানারীপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্ভোধন লালমনিরহাটে কৃষকের পাকা ধান কেটে দিল কৃষক দল বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক বিএনপির ৩১ দফা প্রচারণায় দীপেন দেওয়ানের পথসভা নাজিরপুরের খাল খনন না হলে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়বে কৃষকদের দাবি নালিতাবাড়ীতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবির এর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত পূবাইলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের দাবিতে কালকিনিতে আনন্দ মিছিল জাবেদ রেজার মনোনয়ন চেয়ে বান্দরবানে বিএনপির বৃহৎ পদযাত্রা নাচোলে “মানবাধিকার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” এর প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে পালপাড়ার মৃৎশিল্প খুবির বিজয়-২৪ হলের প্রোভোস্টের বিরুদ্ধে সাত দফা অভিযোগ

এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

আব্দুল আওয়াল (এনায়েতপুর) সিরাজগঞ্জ:

এনায়েতপুরের জালালুপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করে এর প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ করেছে। জালালপুর ইউনিয়ন এর যমুনা নদীর তীরে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেয়। যমুনা নদীর ভাঙ্গন রোধে তীর রক্ষা কাজের অংশ হিসেবে পাকুরতলা গ্রামে তীর রক্ষার কাজ চলমান রয়েছে। সরেজমিনে দেখা যায়, এই তীরের পাশেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলনকৃত বালু সরকারি প্রকল্পে ব্যবহার করা হচ্ছে।

বিক্ষোভ অংশ গ্রহণকারীগণ বলেন, তীর সংরক্ষণের কাজ চলছে। অথচ এর পাশেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভবিষ্যতে এই তীর রক্ষার কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে এলাকায় আবার ভাঙ্গনের দেখা দিতে পারে। এ সময় জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথে স্থানীয় সাধারণ জনগণও বিক্ষোভে অংশ নেয়।
এসময় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন বলেন, জমির মালিকসহ এলাকাবাসী বার বার নিষেধ করা সত্বেও এখানে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকারীরা কোনপ্রকার অনুমোদন ছাড়াই এখানে বালু উত্তোলন করছেন। এইভাবে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এর ফলে ভাঙ্গন কবলিত এলাকা ভবিষ্যতে আরো ক্ষতির মুখে পড়তে পারে।

বিক্ষোভেকারীগণ ড্রেজার পরিচালনাকারীদের সাথে কথা বলে এখানে অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে বলেন। ওই স্থানে বালু উত্তোলনের ফলে ভবিষ্যতে এই এলাকা হুমকির মুখে পড়বে বলেও বিক্ষোভকারীগণ বলেন।

তারা এমন যায়গা থেকে বালু নিয়ে আসুক, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক( কোষাধ্যক্ষ) হাজী আনোয়ার হোসেন, এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল খোন্দকার, সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সদর ইউনিয়ন এর বায়তুলমাল সম্পাদক (কোষাধ্যক্ষ) চিকিৎসক ইদ্রিস আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালপুর ইউনিয়ন সভাপতি শেখ শাহজালাল, সাবেক ইউপি সদস্য জামায়াত নেতা আজমত মুন্সি, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩