বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নাসির নগরে ধানের শীষের মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে পদ্মা ব্যাংকের লেনদেন স্থবির, গ্রাহকদের চরম দুর্ভোগ কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গেম নয়, নিয়ম মেনে বিদেশ-শিবচরে কর্মশালায় ইউএনও ইবনে মিজান দোয়ারাবাজারে মাদকের ছাড়াছাড়ি দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আটক ৪ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত আমতলীতে যৌথ বাহিনীর চেক পোস্ট, চল্লিশ হাজার টাকা জরিমানা আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিবচর এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজন আটক রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন গ্রেফতার অটোর সাথে ওরনা পেচিয়ে তরুণীর মৃত্যু নাসিরনগরে বিএনপির মনোনয়ন পূর্ণবিবেচনার দাবিতে মামুন সমর্থকদের মানববন্ধন, বিক্ষোভ

এনায়েতপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

আব্দুল আওয়াল (এনায়েতপুর) সিরাজগঞ্জ:

এনায়েতপুরের জালালুপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করে এর প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ করেছে। জালালপুর ইউনিয়ন এর যমুনা নদীর তীরে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেয়। যমুনা নদীর ভাঙ্গন রোধে তীর রক্ষা কাজের অংশ হিসেবে পাকুরতলা গ্রামে তীর রক্ষার কাজ চলমান রয়েছে। সরেজমিনে দেখা যায়, এই তীরের পাশেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলনকৃত বালু সরকারি প্রকল্পে ব্যবহার করা হচ্ছে।

বিক্ষোভ অংশ গ্রহণকারীগণ বলেন, তীর সংরক্ষণের কাজ চলছে। অথচ এর পাশেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভবিষ্যতে এই তীর রক্ষার কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে এলাকায় আবার ভাঙ্গনের দেখা দিতে পারে। এ সময় জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথে স্থানীয় সাধারণ জনগণও বিক্ষোভে অংশ নেয়।
এসময় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন বলেন, জমির মালিকসহ এলাকাবাসী বার বার নিষেধ করা সত্বেও এখানে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকারীরা কোনপ্রকার অনুমোদন ছাড়াই এখানে বালু উত্তোলন করছেন। এইভাবে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এর ফলে ভাঙ্গন কবলিত এলাকা ভবিষ্যতে আরো ক্ষতির মুখে পড়তে পারে।

বিক্ষোভেকারীগণ ড্রেজার পরিচালনাকারীদের সাথে কথা বলে এখানে অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে বলেন। ওই স্থানে বালু উত্তোলনের ফলে ভবিষ্যতে এই এলাকা হুমকির মুখে পড়বে বলেও বিক্ষোভকারীগণ বলেন।

তারা এমন যায়গা থেকে বালু নিয়ে আসুক, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক( কোষাধ্যক্ষ) হাজী আনোয়ার হোসেন, এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল খোন্দকার, সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সদর ইউনিয়ন এর বায়তুলমাল সম্পাদক (কোষাধ্যক্ষ) চিকিৎসক ইদ্রিস আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালপুর ইউনিয়ন সভাপতি শেখ শাহজালাল, সাবেক ইউপি সদস্য জামায়াত নেতা আজমত মুন্সি, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩