বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে শেরপুর-৩ আসনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মো. ছামিউল হক ফারুক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলায় শেরপুর-৩ আসনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বসার জায়গাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে গুরুতর আহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পোনে দশটায় তিনি মারা যান।
তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস ও পরিকল্পিত দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত না হলে ভবিষ্যতে আরও সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩