বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের জন্য পরীক্ষা কেন্দ্রসমূহের চারপাশে ২০০ (দুইশত) গজ এলাকার মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে নিম্নোক্ত কার্যক্রমসমূহ নিষিদ্ধ থাকবে—
১. পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ বা মিছিল করা যাবে না।
২. পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ আগ্নেয়াস্ত্র, লাঠি, ছোরা বা কোনো ধারালো অস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবে না।
৩. পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। একই সঙ্গে কেন্দ্রের আশপাশে মাইক বা মেগাফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে।
৪. পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্র এলাকায় প্রবেশ করতে পারবে না।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “আমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে কিছু কার্যক্রম নিষিদ্ধ করেছেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের স্বার্থে আমরা সকলকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩১ জানুয়ারি সকাল ১১ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), এবং একইদিনে বিকেল ৩ টায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩