বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সাইফুর রহমান লিওন, শরীয়তপুর প্রতিনিধি:
জাজিরা উপজেলার সেনেরচর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধারকৃত মাদক ও অস্ত্র জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনেরচর এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাজিরা উপজেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সেনেরচরসহ আশপাশের এলাকায় মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। যৌথ বাহিনীর এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩