বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার আগমনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। জনতার ঢল নামে প্রিয় নেতাকে একনজর দেখতে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধামঘর দক্ষিণপাড়া, পরমতলা মাদরাসা মাঠ, বাঁশকাইট ও পান্তি বাজারে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ সময় তার গাড়িবহর যাত্রাপথে সড়কের বিভিন্ন মোড়ে ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনগণের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

পথসভায় কায়কোবাদ বলেন, আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। আমার জন্য দোয়া করবেন—আমি সারাজীবন আপনাদের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি মুক্তি পেয়েছি—কোনো তদবির, কোনো উকিল ছাড়াই। আল্লাহ তায়ালাই আমাকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ।

মুরাদনগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মুরাদনগরের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই মাটির মানুষের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনারা আমার জন্য, দেশের জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, দুলাল সরকার, মোঃ আবুল হাসান ছিটন, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩