বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং

জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)। কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু এর নেতৃবৃন্দ।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফসা’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা আক্তার, জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর এবং কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলাম। এছাড়া ইফসা কমিটির অন্যান্য সম্পাদক ও সদস্যরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানে ইফসা’র সভাপতি মোঃ মুজাহিদ হোসাইন এক বার্তায় বলেন, “শীত সবার জন্য আনন্দদায়ক হয় না; বিশেষ করে যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সফল হবে যখন প্রতিটি শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই কর্মসূচি বাস্তবায়নে যেসব শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কর্মকাণ্ড পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাকসু’র সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, “ইফসা’র এই মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয়। জাকসু সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে এবং জনহিতকর কাজে এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।”

জাকসুর পরিবেশ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজন করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

ইফসা জানায়, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার প্রকৃত অভাবী মানুষের তালিকা তৈরি করে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদের এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩