বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শেরপুরে সহিংসতার ঘটনায় সরকারের নিন্দা: জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং

কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

সানজানা তালুকদার, ‎কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৩০ ও ৩১ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে ওই দুই দিনে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মিলিয়ে প্রায় দেড় লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে ঠিক ওই সময়েই কুমিল্লা শহর ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুবি শিক্ষার্থীরা।

‎বারখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে পরদিন ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা নন্দনপুর ডিআরএস-এর এইচপি ডিআরএস ও আইপিডিআরএস অংশ বন্ধ রাখা হবে। এ কারণে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় ওই সময় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

‎ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে গ্যাস সরবরাহ বন্ধের এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন কুবি শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবাসন, খাবারসহ নানাবিধ ভোগান্তি তৈরি হতে পারে। বিশেষ করে মেস, হোটেল ও আবাসিক এলাকায় গ্যাস না থাকলে রান্না ও দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

এ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘ভর্তি পরীক্ষার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকলে খাবারসংক্রান্ত সমস্যায় পড়তে হবে। বিশেষ করে ওইদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পরিক্ষার্থী ও অভিভাবক আসবেন। তারা এখানে এসে যদি খাবার সংকটে পড়েন, সেটি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করবে।’

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, ‘ কুমিল্লায় ওইদিন প্রায় ৭০ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আসবে সাথে তাদের গার্ডিয়ান আসবে। এমন দিনে গ্যাস সরবরাহ বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হবে। যা কুমিল্লার প্রতি বিভিন্ন অঞ্চলের মানুষের একটি ভূল ধারণা তৈরী করবে। এই সিদ্ধান্তটি অতি দ্রুত পরিবর্তন করা উচিত।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন দূর-দূরান্ত থেকে হাজারো পরীক্ষার্থী ও অভিভাবক আসবেন। ওইদিন গ্যাস সরবরাহ না থাকলে সবাইকে খাবার নিয়ে ভোগান্তিতে পড়তে হবে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’

‎বারখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলে আলম বলেন, ‘ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে আমাকে চিঠি দিয়েছে। কিন্তু এটা এভাবে বললেই তো আর সরবরাহ চালু রাখা যায় না। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন হয়েছে, সব জায়গায় মাইকিং করা হয়ছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন যদি ওইদিন কাজ করতে না পারে তাহলে সরকারের অনকে টাকার ক্ষতি হয়ে যাবে। তারপরও আমি নির্দেশ দিয়েছি যতদ্রুত সম্ভব কাজ শেষ করতে। আশাকরি বেশি সময় বন্ধ থাকবে না।’

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩