বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

শিক্ষা, ধর্ম ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। তিনি বলেন, “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রান্তিক ও অবহেলিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ অবদান রাখছে।”

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা শাহাজাহান মিয়া এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার বিদ্যা বর্মন, দুলাল বর্মনসহ সদর ও বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রকল্প পরিচালক শাহ মো. মশিউর রহমান জানান, চলতি বছর ঠাকুরগাঁও জেলার ১৭০টি শিক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৫ জন উত্তম শিক্ষক ও ১০ জন উত্তম শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একইসঙ্গে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে এই শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩