বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া সদর বাজার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলন চৌকিদারের লেপ-তোষকের তুলার গোডাউনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কামাল খানের ঘর ও রান্নাঘরে।
আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় কিছু মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হলেও অধিকাংশ মালামাল আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩