বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার কুবি ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারী আটক বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা নজরুল বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ব্যানার ও পোস্টারিং ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২ নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি নওগাঁয় চালককে গাছে বেঁধে চার্জার ভ্যান ছিনতাই

আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালীবাড়ীর প্রবাহমান খালে ২০১৯.২০২০ সালে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বন্দোবস্ত দিয়েছে আমতলী ভুমি অফিসের ড্রাইভার মো. সোহেল ও তার স্ত্রী সানিয়া আক্তারের নামে ভুমি বন্দোবস্ত কমিটি।

বুধবার বেলা ১১ টার সময় সোহেল তার লোকজন নিয়ে খালের মধ্যে পাইলিং এর কাজ শুরু করলে স্থানীয় লোকজনের বাধার মুখে চলে যায়।

তখন তখন কয়েকশত নারী পুরুষ ভুক্তভোগিরা উক্ত বন্দোবস্ত বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেন। তখন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী তার কার্যালয় থেকে নেমে এসে ভুক্তভোগিদের সাথে কথা বলে তাদের শান্ত করেন।

জানাগেছে, বন্দোবস্ত কেস নং ৬০/২০১৯-২০২০ নংকেসের মাধ্যমে কালীবাড়ী প্রবাহমান খালের মধ্যে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে সোহেল পিতা আব্দুর রহিম ও সোহেলের স্ত্রী সানিয়া আক্তারের নামে উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটি অনুমোদন করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। জেলা খাসজমি বন্দোবস্ত কমিটি উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটির সুপারিশ ও অনুমোদন করায় জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি কালিবাড়ী খালের ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বরাদ্ধ দেন।

ভূক্তভোগি মো.মোমেন আকন জানান, এই কালিবাড়ী খাল প্রায় তিন কিলোমিটার খালের দুই পাড়ে ২ শতাধিক পরিবার খালের পানি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করেন।এই পরিবারগুলোর শতশত একর কৃষি জমিতে খালের পানি দিয়ে কৃষি কাজ করতে হয় ।খালের মুখে উপজেলা খাস বন্দোবস্ত কমিটি ৩০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়ায় ফুসে উঠেছে ওই এলাকার ভুক্তভোগিরা। তারা অবিলম্ভে এই বন্দোবস্ত বাতিলের দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চাওড়া ইউনিয়ন যুবদল সভাপতি মো. মোমেন আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাকিবুল ইসলাম. ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ প্রমুখ।

এবিষয় আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আশরাফুল ইসলাম বলেন, অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ভুক্তভোগিদের দাবীর কথা শুনেছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩