বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সানজানা তালুকদার, (কুবি) প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে।
অভিভাবকদের কোন অবস্থাতেই কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে পারবে না।
কমিটির সিদ্ধান্তক্রমে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অভিভাবক প্রবেশের অনুমতি ছিল প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩