বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ছাত্রী রক্তাক্ত মোংলায় যুবদলের নির্বাচনী প্রচারণা রাজাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত ভর্তিচ্ছুদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি ছাত্রশিবির ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী নির্বাচনে AI-এর প্রভাব ও উত্তরণের পথ কুবিতে যুক্ত হলো নতুন তিনটি বাস দুমকিতে ধানের শীষের নির্বাচনী বৈঠক বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুনারুঘাটে এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা কক্সবাজারে অস্ত্র-মাদক দিয়ে গণমাধ্যমকর্মীকে ফাঁসানোর অভিযোগ কক্সবাজারে রামুতে অটো চালককে জবাই করে হত্যা বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কালকিনিতে হাতপাখা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী পুঠিয়ায় জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ১০টি বার্মিজ গরু জব্দ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

পুঠিয়ায় জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান এবার নারী ভোটারদের সমর্থন, দোয়া ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। দীর্ঘদিন পরে এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থীকে পেয়ে নারী ভোটাররাও এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা গেছে।

গণসংযোগ চলাকালীন এলাকার উন্নয়নে ব্যাতিক্রমী উদ্যোগ ও চমকপ্রদ পরিকল্পনা তুলে ধরেন এবং সাধারণ নারী ভোটারদের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন। এ সময় এলাকার সাধারণ পরিবারের নারী ভোটাররা জামায়াত নেতা মাওলানা মনজুর রহমানকে দেখতে ও তাঁর সাথে কুশলাদি বিনিময় করতে ভিড় জমান।

সোমবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাওলানা মনজুর রহমান রাজশাহীর পুঠিয়া উপজেলার পীরগাছা বাজার, বারুইপাড়া, কান্দ্রা, তারাপুর ও গুচ্ছগ্রামসহ ওই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত নারী-পুরুষ ভোটারদের এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া মনযোগ দিয়ে শুনেন। এ সময় তিনি তাদের এলাকা থেকে শুরু করে পারিবারিক ও সাংসারিক খোঁজখবর নেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে দেশ ও দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নিজের প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আমি এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ন্যায় ও ইনসাফ বজায় রেখে নিরলস ভাবে কাজ করবো। তাই আপনারা নিরাপদে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। আপনাদের কেউ বাধা দিবেনা। কেননা আপনার একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। অবহেলিত সমাজ বিনির্মাণে সঠিক নেতৃত্ব বেছে নিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে আপনাদের প্রতিনিধি হিসেবে মহান জাতীয় সংসদে ও সরকারের কাছে এলাকার সার্বিক উন্নয়ন ও আপনাদের জীবনমান উন্নয়নের কথা তুলে ধরবো।

একই সঙ্গে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

মাওলানা মনজুর রহমানের সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইউসুফ আলী মির্জা, পুঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আহাদ আলী মন্টু ও জামায়াত নেতা আব্দুল মজিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা জানান, সরাসরি সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সমস্যা ও তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনার কারণে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লার প্রতি সাধারণ ভোটারদের আস্থা ও আগ্রহ বেড়েছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামাতে ইসলামীর দলীয় প্রার্থীর বিপুল ভোটে বিজয়ী হওয়া সম্ভাবনা রয়েছে বলেও দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩