বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
মাহবুব হাসান, নলছটি প্রতিনিধি:
গোপন তথ্যের ভিত্তিতে কাঠালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন মোঃ জোনায়েদুল ইসলাম অনিক এবং ল্যান্স কর্পোরাল কমান্ডো সাইফুল এর নেতৃত্বে দোগনা বাজার বলতলা শৌলজালিয়ায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহেল আকন ও তাইজুল ইসলাম নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী।
আটককারী আসামীরা হলেন, মোঃ তাইজুল ইসলাম, পিতার নামঃ মোঃ নবীর, গ্রামঃ বলতলা থানাঃ কাঠালিয়া জেলাঃ ঝালকাঠি। সোহেল আকন, পিতার নামঃ আনোয়ার হোসেন গ্রামঃ বলতলা থানাঃ কাঠালিয়া জেলাঃ ঝালকাঠি।
উদ্ধারকৃত দ্রব্যসামগ্রীঃ দেশি অস্ত্র – ০৬ টি ইয়াবা – ৯০ পিচগাঁজা – ৫০০ গ্রাম, ইয়াবা সেবনের সামগ্রী – ০১টি, ১১৮৪৪ টাকা,
ফেনসিডিল- ০২ বোতল, আইডি কার্ড- ০১ ট, এটিএম কার্ড- ০১ টি মোবাইল-০৪ টি।
আটকৃতদের কাঠালিয়া থানায় প্রেরণ করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩