বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ওলি উল্লাহ রিপন, বাউফল প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ।
(২৬ জানুয়ারি-২০২৬) বিকেলে কালিশুরী বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ কালিশুরীর সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, কালিশুরী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পুলিশ ফাঁড়ি স্থাপন। নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দ্রুত এই পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে করে চুরি, ডাকাতি ও নানা ধরনের অপরাধ দমন সহজ হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হবে। তিনি বলেন “আমরা সবাই মিলে একটি নিরাপদ ও আধুনিক কালিশুরী গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই পরিবর্তনের যাত্রায় আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩