বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম ,ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও বাজারে ভাড়াটিয়া কর্তৃক দোকান জবরদখলের জেরে সন্ত্রাসী হামলায় মালিকপক্ষের এক নারীসহ চারজন আহত হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার ঈদগাঁও বাজার তরকারি গলিতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, দোকান মালিক মৃদুল গং এর সাথে ভাড়াটিয়া মৃণালের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সম্প্রতি চুক্তির মেয়াদ শেষ হলেও দোকান ছাড়ছিল না ভাড়াটিয়া।এ নিয়ে বিরোধের জেরে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাড়াটিয়া মৃনাল গং মালিকপক্ষের উপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এসময় মালিকপক্ষের এক নারী মাথা ফেটে গুরুতর আহতসহ আরো তিনজন আহত হয়। আহতদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মালিকপক্ষের নিখিলের দাবি, ভাড়াটিয়া মৃনাল দীর্ঘদিন যাবত চুক্তিলঙ্ঘন করে দোকানটি জবরদখল করে রাখে। চুক্তি শেষ হলেও দোকান না ছাড়ায় প্রতিবাদ করাতে প্রকাশ্যে মৃনাল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে হামলা করে তাদের এক নারীসহ চারজনকে গুরুতর আহত করে।পরে উল্টো নিজেরা দোকান ভাঙচুর করে তাদের বিরুদ্ধে সাজানো মামলার পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেন। যা সরেজমিনে তদন্ত করলে বেরিয়ে আসবে বলে দাবি করেন।
অপরদিকে অভিযোগ উঠা মৃনাল গং উক্ত অভিযোগ অস্বীকার করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী এএসআই আবদুল্লাহ আল নোমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিরোধীয় পক্ষদ্বয়কে মীমাংসার টেবিলে বসতে বলা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩