সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সুন্দরবনের সাগর চরের শুঁটকি পল্লীখ্যাত দুবলার চরে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি জেলে ও মাঝিমাল্লাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। তাঁর এই প্রচারণাকে ঘিরে স্থানীয় জেলেদের মাঝে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
পরে জেলে পল্লীতে অনুষ্ঠিত হয় ধানের শীষের প্রচারণা সভা। সভায় উপস্থিত সাধারণ জেলেরা তাদের জীবন-জীবিকা, নিরাপত্তা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে কথা বলেন এবং দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন।
এসময় শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে জেলেদের জীবনমান উন্নয়নে কার্যকর ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি জানান, সাগরপাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ, ভাসমান হাসপাতাল স্থাপন, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং দস্যুতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জেলেদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩