সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে আটক করেছে সেনাবাহিনী।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে মোঃ নাসির উদ্দীন (৫২)-কে আটক করে।
৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রসঙ্গত, মোঃ নাসির উদ্দীন বরিশালের বিজ্ঞ সিজিএম কোর্টে ঢাকা জিআর-১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।
আটকের পর সেনাবাহিনী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩