রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি (শনিবার) সকালে নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
কর্মশালায় সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩