শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার অভিযুক্ত হান্নান গ্রেফতার মুন্সীগঞ্জ পৌরবাসীর নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে আধুনিকায়ন প্রকল্প ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৭টি বসতঘর কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’ ত্রিশাল বাজারে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলে জনসমুদ্র পটুয়াখালী-২ আসনে ধানের শীষের পক্ষে কালাইয়ায় জনসমুদ্র বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ট্রাকের চাপায় ঝরে গেলো একটি তাজা প্রাণ দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নলছিটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা সিলেটে তারেক রহমানের জনসভায় জনসমুদ্র পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ নাউতারায় গ্রাম আদালতে নারী নির্যাতন মামলার রায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাণী অর্চনা উদযাপন চবিতে ইতিহাসের সর্ববৃহৎ সরস্বতী পূজা, একযোগে ১৩টি মণ্ডপে উদযাপন

ত্রিশালে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী (ইউএনও) ত্রিশাল স্যারের নির্দেশনায় শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান (এসিল্যান্ড) সরাসরি উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের সময় মোঃ আব্দুছ ছাত্তার (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ত্রিশাল থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩