শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী (ইউএনও) ত্রিশাল স্যারের নির্দেশনায় শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান (এসিল্যান্ড) সরাসরি উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে বালিপাড়া ইউনিয়নের চর ইছামতি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের সময় মোঃ আব্দুছ ছাত্তার (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এবং ত্রিশাল থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নদী, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩