বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল) ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ পান তিনি।
এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এবি পার্টি প্রার্থী নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল) এর হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।
জানা যায়, কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-২ আসনে ৮ জন প্রার্থী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩