মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:
ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের আয়োজনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী। নেতৃত্বগুণ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত ১০ম গোল্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সারাদেশের প্রায় ১৫০ জন তরুণের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ইউশা জামান তূর্য্য, আসমা বিনতে রশিদ, মাবসুরাহ মোরশেদ, নওশিন আরাফা ভাবনা এবং কারিন সাফ্ফানা।
ডিউক অব এডিনবার্গের আন্তর্জাতিক পুরস্কার কর্মসূচির সর্বোচ্চ স্তর গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের জন্য অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সমাজসেবা এবং অভিযাত্রামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য রিজওয়ান বিন ফারুক।
অনুষ্ঠানে রিজওয়ান বিন ফারুক বলেন, “গোল্ড অ্যাওয়ার্ড অর্জন শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রতিফলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের যোগ্য প্রমাণ করেছেন।”
এ অর্জনের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান মান ও শিক্ষার্থীদের বহুমাত্রিক সক্ষমতার প্রতিফলন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩