বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আল আমিন (৬৫) নামে এক নবমুসলিমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আল আমিন ওই এলাকার আছর মামুদের জামাতা। এর আগে ভারত থেকে বাংলাদেশে এসে গোবিন্দ নাম পরিবর্তন করে এলাকায় বসবাস করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় ৩০/৩৫ বছর আগে ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী লতাবর গ্রামে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে গোবিন্দ থেকে আল আমিন নামে পরিচিত হন। পরে স্থানীয় আছর মামুদের মেয়েকে বিয়ে কর তার বাড়িতে বসবাস শুরু করেন। সেই থেকে তিনি বাংলাদেশে বসবাস করছেন এবং বাংলাদেশি নাগরিকত্বও রয়েছে তার। আশরাফুল ইসলাম নামে তার এক ছেলে রয়েছে যিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করছেন।
পরিবারের দাবি, কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আল আমিন। সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩