মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক বাউফলে গণভোটের প্রচারণায় উঠান বৈঠক ও ভোটকেন্দ্র পরিদর্শন ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার ছাত্র অধিকারের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান মনির জৈন্তাপুরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাউফলে নবগঠিত যুবদলের মতবিনিময় ও দোয়া মিলাদ অনুষ্ঠিত নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন নতুন ঠিকানায় পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় স্থানান্তর কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল শেরপুর-১ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিষ্কার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা স্পষ্টের দাবিতে জাবির প্রাণরসায়ন সংসদের মানববন্ধন শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হলেন বানেশ্বর সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শওকত আলী বরগুনায় নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫ ‎চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন

কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মোহাম্মদ ফয়সাল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ) কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সাধারণ সভায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আরও সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জুনাইদ, বোরহান উদ্দিন সৌরভ (কাব্য) এবং মোঃ ইমরান হোসেন।সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ করিম উদ্দিন, মেহরাজ আলভি ও মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আনাস আজিম, আমজাদ হোসাইন এবং রফিকুল ইসলাম।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন অনিত দাস, মোহাম্মদ মহসিন চৌধুরী মাহী, কানিজ ফাতেমা রিমি, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ওমর হোসেন মিশকাত, মোহাম্মদ ফায়াজ ফেরদৌস, মোহাম্মদ আলতাফুর রহমান ও ফয়সাল আবছার উদ্দিন ইফতি এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ হাসান চৌধুরী।

সংগঠনটির নতুন দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, ‘সবার সহযোগিতার মাধ্যমে সংগঠনটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি এই প্রত্যাশা রেখে কিছু কথা বলতে চাই। আমরা কিছু নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ থাকি, যেমন : নবীন বরণ, মেজবান,পরীক্ষার্থীদের সহযোগিতা করা ইত্যাদি। এগুলোর মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করতে পারি না। আমরা সবাই মিলে চট্টগ্রামের যারা আছি এক সাথে থাকবো এবং সংগঠনের কিছু কাজ বা নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করছি। সভাপতি সেক্রেটারি কিছুই না এখানে আমরা সবাই সভাপতি, সবাই সেক্রেটারি, আমরা সবাই চাটগাঁইয়া, আমরা সবাই কুবিয়ান,সেই জায়গা থেকে সবাই সহযোগিতার মন মানসিকতা রাখবেন এটাই আমার প্রত্যাশা।

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম বলেন,’আজকে আমাকে যে সভাপতির একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সে দায়িত্বকে সম্মান এবং শক্তি আর আমানত হিসেবে গ্রহণ করেছি। আমার প্রতি যে বিশ্বাস, আস্থা রেখে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, আমি সেটা যথাযথভাবে পালন করার জন্য আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম। আর আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, অদূর ভবিষ্যতে আমরা সুন্দরভাবে এই সংগঠনের সাথে বেটার, স্মার্ট, এবং শিক্ষার্থীবান্ধব একটা সংগঠন হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গঠন করতে পারব। ‘

তিনি আরো জানান যে, ‘আমাদের এই সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে বহু আগে থেকেই। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠন যেন একটা সবথেকে সুন্দর, শক্তিশালী, এবং সব থেকে স্মার্ট আঞ্চলিক সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য আমাদের মনে রাখতে হবে এটা আমাদের একটা শক্তি এবং পরিবারের মতো বন্ধন, এই জিনিসটা আমাদের মনের মধ্যে থাকতে হবে। ‘

উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩