রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, কোম্পানিগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
শীতের তীব্রতা যখন সীমান্তবর্তী জনপদের মানুষের নিত্যদিনের জীবনকে কঠিন করে তুলেছে, ঠিক সেই সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবি আবারও প্রমাণ করল, সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণই তাদের অন্যতম অঙ্গীকার।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ কালাসাদেক বিওপির আওতাভুক্ত সীমান্তবর্তী নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট পাঁচ শত কম্বল বিতরণ করা হয়, যা শীতার্ত জনগণের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট। তিনি বলেন, বিজিবি সবসময় সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আর উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষের চোখেমুখে ছিল কৃতজ্ঞতার ছাপ। অনেকেই জানান, বিজিবির এই সহায়তা তাদের জন্য শুধু একটি কম্বল নয়, বরং মানবিক স্পর্শ ও ভরসার প্রতীক।
সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের এই দৃষ্টান্ত নিঃসন্দেহে বিজিবির পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও মানবিক চেতনারই প্রতিফলন। এমন উদ্যোগ প্রমাণ করে, রাষ্ট্রের সেবায় নিয়োজিত বাহিনীগুলো মানুষের পাশে থাকলে সমাজ আরও শক্তিশালী হয়, মানবিকতা আরও গভীরভাবে প্রোথিত হয়।
শীতের সকালে বিতরণ করা একটি কম্বল যেমন শরীরকে উষ্ণ রাখে, তেমনি এমন মানবিক উদ্যোগ মানুষের মনে জাগিয়ে তোলে নিরাপত্তা, আস্থা ও ভালোবাসার উষ্ণতা, যা যে কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩