রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ছবক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ মস্তফা সরদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, পরিচালক, জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব হাঃ মোঃ আঃ বারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাঃ মুছা আকন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ আঃ মতিন, শিক্ষক ও উপদেষ্টা, জামিয়া হযরত ওমর (রাঃ) মাদ্রাসা, মাওলানা আঃ রশিদ (ইমাম কাম অডিটর, বামুখ কুয়াকাটা পৌরসভা);
মোঃ মোশাররফ, মুসুল্লি ও সহ-সভাপতি, অত্র মাদ্রাসা এবং মোঃ মিজান তালুকদার, সেক্রেটারি, অত্র মাদ্রাসা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষার ভূমিকা অপরিসীম। তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা মানুষকে আদর্শ ও নৈতিক চরিত্রসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শালীনতা, সততা ও ইসলামী আদর্শ ধারণ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে চলতি শিক্ষাবর্ষে ভালো ফলাফল অর্জনকারী ও নিয়মিত অধ্যয়নে মনোযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অতিথিবৃন্দের হাত থেকে সম্মাননা গ্রহণ করলে উপস্থিত অভিভাবক ও অতিথিরা তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩