সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল মদ, গাঁজা ও ব্যবহৃত বিছানাপত্রসহ র‍্যাগ জোন জব্দ, প্রশাসনের হস্তক্ষেপে সিলগালা প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শেরপুরের তিন সীমান্তাঞ্চলে জেঁকে বসেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল শাহজাদপুরে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ডিমলায় অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা কালাইয়ে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত পৌনে ১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান জয়মনিতে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বাঘ ঈদগাঁওতে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ, মুক্তিপণ দাবি শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সম্পাদনায় আসছে ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ

পৌনে ১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু

ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১১.৩০টা থেকে ১১ ঘণ্টা ৪৫ মিনিট পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বেলা ১১.৪৫ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

পাটুরিয়া ঘাট সূত্র জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সময়ের মধ্যে সমস্ত ইঞ্জিনচালিত নৌকা এবং লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, পদ্মা নদীর তলদেশে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় শনিবার রাত ১১.৩০ টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এসময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কুমিল্লা, ভাইগার এবং শাহ পরাণ পাটুরিয়া ঘাটে আটকা পড়ে।

অন্যদিকে ভাষা শহীদ বরকত, এনায়েতপুরী, হাসনা হেনা এবং খান জাহান আলী ফেরি দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পদ্মার মাঝখানে যানবাহন ও যাত্রী ভর্তি অবস্থায় আটকা পড়ে।

ডিজিএম আব্দুস সালাম জানান, আজ রবিবার সকাল ১১.৪৫ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। সূত্র জানায়, সমস্ত ফেরি এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলছে।
এদিকে, ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার রাত ১০.৩০ টায় যমুনা নদীর তীরে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার সকাল ১১.৩০ টায় পুনরায় চালু করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ জানান, ১৩ ঘন্টা স্থগিতাদেশের পর ঘন কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ১১.৩০ টায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। সমস্ত ফেরি এখন স্বাভাবিক ও পূর্ণ লোড নিয়ে চলছে।

সূত্রঃ বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩