সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১১.৩০টা থেকে ১১ ঘণ্টা ৪৫ মিনিট পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বেলা ১১.৪৫ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
পাটুরিয়া ঘাট সূত্র জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সময়ের মধ্যে সমস্ত ইঞ্জিনচালিত নৌকা এবং লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, পদ্মা নদীর তলদেশে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় শনিবার রাত ১১.৩০ টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এসময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কুমিল্লা, ভাইগার এবং শাহ পরাণ পাটুরিয়া ঘাটে আটকা পড়ে।
অন্যদিকে ভাষা শহীদ বরকত, এনায়েতপুরী, হাসনা হেনা এবং খান জাহান আলী ফেরি দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পদ্মার মাঝখানে যানবাহন ও যাত্রী ভর্তি অবস্থায় আটকা পড়ে।
ডিজিএম আব্দুস সালাম জানান, আজ রবিবার সকাল ১১.৪৫ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। সূত্র জানায়, সমস্ত ফেরি এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলছে।
এদিকে, ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার রাত ১০.৩০ টায় যমুনা নদীর তীরে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার সকাল ১১.৩০ টায় পুনরায় চালু করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ জানান, ১৩ ঘন্টা স্থগিতাদেশের পর ঘন কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ১১.৩০ টায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। সমস্ত ফেরি এখন স্বাভাবিক ও পূর্ণ লোড নিয়ে চলছে।
সূত্রঃ বাসস
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩