বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু কাজী নাজমুল হোসেন তাপস কি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন? নওগাঁয় বিচার বিভাগ ও জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান : চেয়ারম্যান, মেম্বারের সিলমোহর উদ্ধার, একজনকে জরিমানা নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের বাসর রাতে মুখ ধোয়ার পর ‘বদলে গেল’ কনে, অতঃপর… মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

পবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়।

ভর্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমান এবং প্রক্টর প্রফেসর আবুল বাসার খান।

এছাড়াও ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি প্রফেসর ড. মো. মঞ্জুরুল হক, সিনিয়র ডিপুটি ডিরেক্টর (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ) মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে বিভিন্ন অঞ্চলভিত্তিক সংগঠন, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে সহায়তা স্টল স্থাপন করা হয়। এসব স্টল থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ও হলসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে থাকা মোবাইল ফোন, ব্যাগ, বইসহ বিভিন্ন প্রয়োজনীয় ও নিষিদ্ধ সামগ্রী নিরাপদভাবে সংগঠনগুলোর তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয় এবং ভর্তি পরীক্ষা শেষে তা সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এতে করে দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হন।

সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, অভিভাবক এবং পরীক্ষার্থীরা।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩