সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শেরপুর-২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কৃষকদের সঙ্গে মতবিনিময় শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশনা নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আবাসিক শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভ মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে দক্ষিণ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় তারা ‘অনাবাসিক প্রার্থীতা- মানি না, মানবো না’, ‘রেসিডেন্ট না অ্যালোটম্যান্ট- রেসিডেন্ট, রেসিডেন্ট’, ‘হলের ভোটার হলে হলে- হল কেন বাহিরে যাবে’, ‘প্রশাসনের প্রহসন- মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আজহারুল রহমান বলেন, ‘প্রশাসন একটি খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত ব্যাখ্যা করতে গিয়ে প্রশাসন মিস করেছে তা হলো হল সংসদ নির্বাচনে প্রার্থী এবং ভোটার উভয়কেই অবশ্যই আবাসিক হতে হবে। হলের সাধারণ সমস্যাগুলো যারা হলে থাকে, কেবল তারাই জানে। বাইরে থেকে যারা প্রার্থী বা ভোটার হন, তারা হলের ভেতরের প্রকৃত সমস্যা কোথায়, সে সম্পর্কে অবগত নন। তাই প্রশাসনের প্রতি আহ্বান থাকবে শুধু আবাসিক শিক্ষার্থীরাই যেন হল সংসদে ভোটার এবং প্রার্থী হতে পারে।’

কাজী নজরুল হলের আবাসিক শিক্ষার্থী মো. এমরান বলেন, ‘খসড়া প্রকাশের পূর্বে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি, আমাদের যে হল সংসদ আছে সেখানে শুধু আবাসিক শিক্ষার্থীরাই প্রার্থী এবং ভোটার হতে পারবে। কিন্তু, আমরা দেখেছি বারবার তাদের অবগত করার পরেও আজকে যে খসড়া প্রকাশ করা হয়েছে সেখানে এ বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ আবাসিক অনাবাসিক সকলে ভোট প্রদান করতে পারবে। আমরা বলতে চাই- আপনারা শিক্ষার্থীদের কোন মন্তব্যকে মূল্যায়ন না করে নিজেদের মনগড়া খসড়া প্রকাশ করেছেন। যারা হলের বাইরে আছে তারা হলের সমস্যা কীভাবে জানবে? প্রশাসনের এই অযৌক্তিক সিদ্ধান্ত পরিবর্তন করে আবাসিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।’

কাজী নজরুল ইসলাম হলের আরেক আবাসিক শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, ‘হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ এক নয়। কেন্দ্রীয় সংসদে সবাই ভোট দিলেও, হল সংসদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার শুধু আবাসিক শিক্ষার্থীদেরই থাকা উচিত। অনাবাসিকদের অন্তর্ভুক্ত করা হলে তা হলের প্রার্থীদের দায় তৈরি করবে এবং অতিরিক্ত ভোট কাস্টিংয়ের মাধ্যমে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হবে। এটি হল সংসদ, কেন্দ্রীয় সংসদ নয়–তাই এখানে আবাসিকদের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল (২৯ অক্টোবর) কুকসু গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩