বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

হাদির ওপর হামলার ঘটনায় শনাক্ত মোটরসাইকেল, মালিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম। তবে তার গ্রামের বাড়িতে গিয়ে বর্তমানে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, গত প্রায় ১০ বছর ধরে তিনি ঢাকায় মা ও স্ত্রীসহ বসবাস করে আসছেন।

হান্নানের গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন আগে পারিবারিক কলহের কারণে তার বাবা আবুল কাশেমের সঙ্গে মা মোছা. ফুরকোন বেগমের বিচ্ছেদ হয়। এরপর থেকে মা একাই হান্নানকে বড় করেন। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ঢাকায় বসবাস করছেন।

হান্নানের বন্ধুরা বলেন, “হান্নান কোনো দিনই রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না। সে কোনো দলেরও কর্মী ছিল না। তবে ঈদের সময় গ্রামে মোটরসাইকেল নিয়ে আসত। কিছুদিন আগে শুনেছি, সে মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছে। আজ হঠাৎ জানতে পারছি, ওই মোটরসাইকেল নাকি শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহার হয়েছে।”

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, “হান্নান অনেকদিন ধরে ঢাকায় থাকেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। ফেসবুকেও তাকে দেখে চিনতে পেরেছি। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। এখন ঢাকায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করে। গ্রামে তাদের পরিবারের কেউ থাকে না।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, “আব্দুল হান্নান সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় এবং হামলার ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তের বিস্তারিত পরে জানানো হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩