বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো,আনারুল কবির ও উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো,তাজউদ্দিন।

সভায় উপজেলার ২১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় স্কুল পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, পাঠদান কার্যক্রমে উদ্ভাবনী উদ্যোগ, বার্ষিক কর্মপরিকল্পনা, মডেল স্কুল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রধান শিক্ষকগণই মূল চালিকাশক্তি। বিদ্যালয়ের পরিবেশ ও শেখার অনুকূল পরিবেশ তৈরিতে সকলের আন্তরিকতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় বলেন, ডিমলার শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল করতে নিয়মিত সমন্বয় সভা কার্যকর ভূমিকা রাখছে। শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতাই আমাদের অগ্রগতির মূল শক্তি।

সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ বিভিন্ন সমস্যাবলী, সমাধানের উপায় এবং উন্নয়নমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন।

আলোচনা শেষে শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সমন্বয় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩